জানলা দরজা

যখন রোদ আসে আমার ঘর এ, ভোরবেলা জানলা এর ফাক দিয়ে, আমি মুখ লুকিয়ে শুয়ে তোমার বুকে|
তুমি সারা দাও আমার ডাক এ, ঘুরে তাকিয়ে বলো রূপকথা এর কথা ভেবে আমি মত্ত রোদ এর জন্মদিন নিয়ে|
সেই সকাল গুলো আজ বহুদূর এ ভেসে গেছে, গেছে ছেড়ে এই মন, এর ঘর, তাই তো আজ আমি এই গান এর নাম দিয়ে তোমায় ডাকছি আবার|
সত্যি যখন ছিলে তুমি, আমার বই এর ঘর এর গন্ধ লেগে থাকতো তোমার গায়ে এর সাথে, আমার প্রিয় পৃষ্ঠা এর মাঝে তোমার হাসির শব্দ আজো শুনতে পাই |
পাই আমি তোমায় ডেকে অনেক সুখ এই ভোর এর আলোর মাঝে|
তাই তো আজ ও আমি সিঁড়ি এর তলায় বসে দেয়াল এর লেখাটা, মুছে পরিষ্কার এ করে আবার নতুন করে লিখি|
আর তুমি কোনো এক দরজা এর সামনে দাঁড়িয়ে ধাক্কা দেবে কিনা ভাবো|

DK's avatar

By DK

Competitive, hardworking, ambitious, loving, friendly, bibliophilic, geeky. Okay. Bye.

Leave a comment