আজ চোখ এ ঘুম নেই। কিছুতেই আসছে না। চোঁখ বুঝলে তোমার মুখ ভেসে উঠছে। পাচ্ছে খুব খিদে।
কি করি, তাই লিখে ফেলছি এই লেখাটা। ভালোলাগে তোমায় আমার, তুমি জেনে কি দেবে আমায় কোনো সাজা?
বকবে কি যদি বলি আমি তোমায়, তোমায় আজ দেখতে ভারী লাগছে সুন্দর,
হাসবে না কি মুখ কাচুমাচু করে বলবে, আ মরণ আমার, কি বেয়াদপ আদিখ্যেতা ওর।
কি করে বলো বোঝাই তোমায়, তোমার ওই হাসির প্রেমে পড়ে আমি নিজেই অবাক,
সত্যি কথা হলো গিয়ে এরকম টি হয়নি আমার সাথে আগে, তাই এই মন এর এক্টিভিটি দেখে আমিও পারলাম না থাকতে নির্বাক।
শোনো, তুমি তো সব এ জানো, তোমার হাসি সেটা বলে দেয়, শুধু ওই নীল রং এর কাপড়, রেখো চুলটা খোলা তোমার,
বাকিটা নাই বা থাকুক লেখা।
বুঝে যাবে তুমি, জানি আমি, হাল ছাড়বো না বোকা।
দেখবো আমি তোমায় রোজ নতুন মুগ্ধতা নিয়ে,
পাচ্ছে আমার খিদে এখন, যাই কিছু খেতে।
সবশেষ এ প্রশ্ন আমার রইল তাহলে,
দেবে কি একটা সুযোগ আমায় ভালোলাগা এর অর্থ খোঁজা এর মতো করে?
